বগুড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আজাহার আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতি গ্রামে বৃদ্ধের বাড়ির পাশের একটি জিগা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজহার আলী ওই গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।
এতথ্য নিশ্চিত করে মথুরাপুর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আশরাফ আলী বলেন, আজাহার আলী পেশায় একজন কাঠুরিয়া। দাম্পত্য জীবনে তার ২ ছেলে ৪ মেয়ে সন্তান রয়েছে। সন্তানদের বিয়ের পর তারা ভিন্ন ভিন্ন সংসারে বসবাস করে। ছোট ছেলে ঢাকায় চাকরি করায় আজাহার আলী তার সংসার দেখভাল করেন।
বৃহস্পতিবার জোলাগাঁতি দরগা মাজার শরিফে বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে ঢাকার কর্মস্থল থেকে ছোট ছেলেসহ মেয়েরা তার বাড়িতে আসেন। রাতে আজাহার আলী সন্তানদের সাথে খাবার খেয়ে ওরস মাহফিলে যান।
পরদিন সকাল সাড়ে ৬ টার দিকে তার ছোট ছেলে ঘুম থেকে উঠে বাড়ির পিছনে গেলে আজাহার আলীকে গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রশি কেটে তাকে নিচে নামায়।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন বেশ কিছু যাবত উনি মানসিক অসুখে ভুগছিলেন বলে তার পরিবারের বরাতে জানতে পেরেছি।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই অমিত হাসান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ঘটনার সত্যতা জানা যাবে। এঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments