বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় কুখ্যাত আন্তঃজেলা ডাকাতচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একইসঙ্গে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মূল্যবান টয়োটা এক্সিও প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর রাত ৩টা ১৫ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া মহাস্থান ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় গাড়ির চালক বিশ্রাম নেওয়ার সময় ৬–৭ জন ডাকাতদল পুলিশ পরিচয়ে গাড়িটি তল্লাশি করে। পরে জোরপূর্বক তাকে একটি হাইস মাইক্রোবাসে তুলে নেয় এবং তার ব্যবহৃত প্রাইভেটকারটি নিয়ে যায়।
ডাকাতদল এ সময় চালককে বেধড়ক মারধর করে প্রায় দুই ঘণ্টা ঘোরাঘুরি করে তাকে রংপুর জেলার মিঠাপুকুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ১০ ডিসেম্বর সদর থানায় মামলা নং–৩৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা রুজু হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, পিপিএম-এর দিকনির্দেশনায় বগুড়া ডিবি ছায়াতদন্ত শুরু করে। জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মোঃ ফজলুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে একাধিক জেলা ঘুরে অবশেষে ১১ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা জেলার আশুলিয়ার ধলপুর গ্রাম থেকে ডাকাতদলের সক্রিয় সদস্য মোঃ হেলাল আহমেদ (৪৫)–কে গ্রেফতার করা হয়।
পরে তার মালিকানাধীন গ্যারেজে অভিযান চালিয়ে বাদীর সনাক্ত অনুযায়ী লুণ্ঠিত সাদা রঙের টয়োটা এক্সিও প্রাইভেটকার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হেলাল দীর্ঘদিন ধরে আন্তঃজেলা গাড়ি ছিনতাই ও ডাকাত দলের সঙ্গে যুক্ত।
গ্রেফতার হেলালকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। ডাকাতচক্রে জড়িত অন্য পলাতক সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১২ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।
No comments