হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা
তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শান্ত চন্দ্র দাস (১৮) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল ১০টার দিকে হোমনা পৌরসভার কারারকান্দি–বাহেরখোলা রোডের পাশের ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শান্ত চন্দ্র দাস উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা এবং গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।
নিহতের বাবা অরুণ চন্দ্র দাস জানান, তার ছেলে নিয়মিত অটোরিকশা চালাত। বৃহস্পতিবার বিকেলে ‘টিপ মারতে’ বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাত ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন সকালে ফেসবুকে অজ্ঞাত লাশ উদ্ধারের ছবি দেখে ঘটনাস্থলে গিয়ে তারা শান্তকে সনাক্ত করেন। তিনি অভিযোগ করেন, অটোরিকশা ছিনতাই করতেই দুর্বৃত্তরা তার ছেলেকে হত্যা করেছে। তিনি প্রশাসন ও রাষ্ট্রের কাছে ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments