বান্দরবানে দেশীয় তৈরি অবৈধ অস্ত্র উদ্ধার
আবু তাহের মাসুম বান্দরবানঃ
বিস্তারিত বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার, বাইশারী ইউনিয়নের
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি দুটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মধ্যম বাইশারী এলাকার চিহ্নিত ডাকাত মো. হোসেনের বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও কার্টুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশীয়ভাবে তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
No comments