শিরোনাম

বান্দরবান সীমান্তের মায়ানমারের বিদ্রোহীদের ছুড়া বুলেট আঘাত হানল বাংলাদেশর বসত ঘরে

আবু তাহের ,মাসুম বান্দরবানঃ

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তবর্তী গ্রাম ঘুমধুমের বসতঘরে! মিয়ানমারের সীমান্ত  গোলাগুলির আরাকান আর্মির ছোড়া বুলেট এসে ঘুমধুমের ৪নং ওয়ার্ড (মধ্যম পাড়া) নিবাসী মাওলানা নুরুল আমিন ফারুকীর বসতঘরের টিন আর সিলিং ভেদ করে সরাসরি রুমের ভেতরে পড়েছে ।

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে, তবে এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হলে, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তারা এ ঘটনার তাৎক্ষণিক সংবাদ বিজিবি রিজিয়ন কক্সবাজারকে অভিহিত করেছেন এবং সীমান্তে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে।

No comments