লালমনিরহাটে তিন আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন জমা, এনসিপির কেউ নেই
চ্যানেল টেন ডেস্কঃ
মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও মনোনয়নপত্র কিনেছিলেন ২৯ জন, এর মধ্যে তিনজন শেষ পর্যন্ত জমা দেননি।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শুরু হয়।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, লালমনিরহাট-১ আসনে ১১ জন মনোনয়নপত্র কিনলেও জমা পড়েছে ১০টি। লালমনিরহাট-২ আসনে ১০টির বিপরীতে জমা হয়েছে ৯টি এবং লালমনিরহাট-৩ আসনে ৮টি মনোনয়ন বিক্রি হলেও জমা পড়েছে ৭টি।
তিনটি আসনেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
মনোনয়ন জমার শেষ বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দপ্তরে উপস্থিত হন। বিকেল ৩টা ১০ মিনিটে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল দুলু লালমনিরহাট-৩ আসনে মনোনয়নপত্র জমা দেন। এর কিছুক্ষণ পর জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের এবং জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান লিমন তাদের মনোনয়নপত্র জমা দেন। পাশাপাশি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা শ্রী মধুসূদন রায়ও মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন জমা শেষে অধ্যক্ষ আসাদুল দুলু বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচনমুখী পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচিত হলে সীমান্তবর্তী লালমনিরহাটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে কাজ করবেন বলে তিনি জানান।
জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদী।
জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান লিমন বলেন, নাঙ্গল প্রতীক এ জেলার মানুষের কাছে পরিচিত ও আস্থার প্রতীক। নির্বাচিত হলে তিনি ব্যবসা-বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী শ্রী মধুসূদন রায় বলেন, নির্বাচন ঘিরে পরিবেশ মোটামুটি ইতিবাচক মনে হচ্ছে। তবে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন যেন না হয়—সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম রকিব হায়দার বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
No comments