শিরোনাম

ধুনটে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ৬৬ বছরের বৃদ্ধ গ্রেপ্তার


ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার গোপালনগর চকমেহেদী গ্রামের বাসিন্দা জাবেদ শেখ (৬৬)।

‎থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) রাত ২ টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে  গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (১৭ ডিসেম্বর) আনুমানিক সকাল ১০টার দিকে চকমেহেদী পশ্চিম চর এলাকায় কৃষিজমিতে ভুট্টার ক্ষেতে কাজ করছিলেন শিশুটির বাবা। এ সময় শিশুটি বাবার কাছে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি টমেটো দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি টমেটোর ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে অসৎ উদ্দেশ্যে আচরণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

No comments