শিরোনাম

রাজধানীর পল্লবীতে রিভলভার ও কার্তুজ উদ্ধার


স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পল্লবী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-১১, ব্লক-সি এলাকায় অবস্থিত ছয়তলাবিশিষ্ট পুরাতন সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় শুক্রবার অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

No comments