শিরোনাম

ধুনট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ গ্রেপ্তার


স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাতনামা আসামি ধুনট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ (৩৫),কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত ফারুক আহম্মেদ ধুনট উপজেলার সদরপাড়া গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ধুনট সদরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের নূর জ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

‎পুলিশ আরও জানায়, মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ফারুক আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

No comments