শিরোনাম

শহীদ হাদির স্মরণে শাজাহানপুরে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত


বগুড়া প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আল্লামা আব্দুর রহমান মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শহীদ হাদির জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম। 

তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি জুলুম-অবিচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক। তার শাহাদাত ইসলামী আন্দোলনের পথচলাকে আরও বেগবান করবে এবং আগামী প্রজন্মকে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা বায়তুলমাল সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ খান এবং মাদলা ইউনিয়ন আমীর আমজাদ হোসেন।

বক্তারা বলেন, শহীদ হাদির শাহাদাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি অন্যায়, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা শহীদ হাদির আদর্শকে ধারণ করে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিলের শেষপর্বে শহীদ শরিফ ওসমান হাদিসহ সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা, দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং ইসলামী আন্দোলনের সার্বিক সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

No comments