মাদ্রাসার বিল লিজ নিয়ে বিরোধ, ধারালো অস্ত্রের আঘাতে আহত ২
বগুড়া প্রতিনিধিঃ
মাদ্রাসার বিল লিজ নেওয়াকে কেন্দ্র করে পূর্ব-শত্রুতার জেরে বগুড়ার শাজাহানপুরে হামলার শিকার হয়েছেন দুই ব্যক্তি। ধারালো বার্মিজ চাকু ও দেশীয় অস্ত্রের কোপে তারা গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার সময় শাজাহানপুর থানাধীন বড়পাথার এলাকায়।
এজাহার সূত্রে জানা যায়, বড়পাথার চারমাথা এলাকার চালের দোকানদার মো. এনামুল হক পলাশ (৪৪)-এর সঙ্গে প্রতিবেশী বিবাদীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্তরা মাদ্রাসার বিল বাকিতে লিজ নিতে চাইলে এনামুল হক পলাশ বাধা দেওয়ায় তারা তাকে হুমকি দিতে শুরু করে।
হামলার দিন ওয়াজ মাহফিলের মেহমানদারী শেষে এনামুল হক পলাশ তার চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৫০)-কে নিয়ে চা পানের জন্য যাচ্ছিলেন। তারা বাবলু চেয়ারম্যানের বাড়ির পূর্বপাশের কাঁচা রাস্তায় পৌঁছালে ৬ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও ৬/৭ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে।
এজাহারকারী পলাশের অভিযোগ, ৫নং বিবাদী তাকে পিছন থেকে জাপটে ধরলে ১নং বিবাদী মো. আবু শাহীন হত্যার উদ্দেশ্যে বার্মিজ চাকু দিয়ে তার মাথায় পর পর আঘাত করে গুরুতর জখম করেন। পলাশকে বাঁচাতে এগিয়ে এলে তার চাচাতো ভাই রফিকুল ইসলামকেও ৩নং বিবাদী ধারালো চাকু দিয়ে নাকে কোপ দেন। বাকি বিবাদীরাও তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এজাহারে বলা হয়েছে, "আঘাতগুলোতে ভুক্তভোগীরা মাটিতে লুটিয়ে পড়লে সকল আসামীরা তাদের মারধর করে এবং একপর্যায়ে তাদের নিকটে থাকা নগদ ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয়।"
আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর জখমপ্রাপ্ত মো. রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ঘটনায় বুধবার (৩ ডিসেম্বর) মো. এনামুল হক পলাশ বাদী হয়ে শাজাহানপুর থানায় এজাহার দায়ের করেছেন। শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ এজাহারের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

No comments