বগুড়ার শিবগঞ্জে স্কুলগেট দখল করে অবৈধ দোকানপাট: অসহায় শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এখন পরিণত হয়েছে চরম বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে।
স্কুলগেট ঘেঁষে দাঁড়ানো চা–পান–সিগারেটের দোকান যেন শিক্ষার্থীদের জন্য এক স্থায়ী ঝুঁকি। প্রতিদিনই অল্পের জন্য রক্ষা পাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
স্থানীয়রা অভিযোগ করেন—বিদ্যালয়ের প্রধান ফটকের ঠিক সামনে যেভাবে দোকান বসানো হয়েছে, তা শুধু বেআইনি নয়; সরাসরি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে। দোকানের সামনে সারাদিন আড্ডা, ধূমপান, উচ্চস্বরে কথা—এসব কারণে স্কুলঘাটির পরিবেশ হয়ে উঠেছে সম্পূর্ণ বিপর্যস্ত।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসন কি বড় দুর্ঘটনার অপেক্ষায় আছে? স্কুলের সামনে এমন বিশৃঙ্খলা চলতে পারে না। প্রতিদিন সন্তানদের নিয়ে আতঙ্কে থাকি।”
স্থানীয় বাসিন্দারা জানান, এসব অবৈধ দোকান সরাতে বারবার মৌখিক ও লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ফলে দুই পাশে দোকান, মাঝে সংকুচিত রাস্তা আর যানজট মিলিয়ে পুরো এলাকা পরিণত হয়েছে মৃত্যুফাঁদে।
তারা বলেন, “বিদ্যালয়ের সামনে এমন দখলদারিত্ব চললে যে কোনো সময় বড় বিপর্যয় ঘটবে। দেরি না করে দ্রুত অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হবে।”
এলাকাবাসীর দাবি—শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিদ্যালয়ের সামনে সব অবৈধ দোকান অবিলম্বে উচ্ছেদ করে পূর্বের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

No comments