ইনক্লাব মঞ্চের নেতা ওসমান হাদীকে গুলির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
বগুড়া প্রতিনিধিঃ
ইনক্লাব মঞ্চের নেতা ওসমান হাদীকে গুলি করার ঘটনার প্রতিবাদে বগুড়া সাতমাথায় এনসিপি, অফ বাংলাদেশ এবং ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ডা. সানি, ছাত্র-জনতা ঐক্যজোটের সংগঠক রেজাউল বাড়ি দীপন এবং মুয়াজ বিন মুস্তাফিজ।
এসময় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে গুলি করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

No comments