শিরোনাম

ইনক্লাব মঞ্চের নেতা ওসমান হাদীকে গুলির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

বগুড়া প্রতিনিধিঃ

ইনক্লাব মঞ্চের নেতা ওসমান হাদীকে গুলি করার ঘটনার প্রতিবাদে বগুড়া সাতমাথায় এনসিপি, অফ বাংলাদেশ এবং ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ডা. সানি, ছাত্র-জনতা ঐক্যজোটের সংগঠক রেজাউল বাড়ি দীপন এবং মুয়াজ বিন মুস্তাফিজ।

এসময় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে গুলি করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

No comments