বগুড়ায় সাংবাদিক সেজে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি: ৬ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর উপজেলায় ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট তিন লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী রুবি আক্তার ওরফে উর্মি আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ২৫ মার্চ শেরপুর আমলী আদালতে ১৯৫সি/২০২৫ নম্বরে মামলা দায়ের করেন বাদী রুবেল মাহমুদ। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামের রুবি আক্তার উর্মি, বিপ্লব শেখ, উর্মিলা বেগম, মো. সোহান, খলিলুর রহমান ও ওমর আলী শেখ দীর্ঘদিন ধরে বাদীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা বাদীকে বিভিন্ন সময় ভয়ভীতি, হুমকি এবং জীবননাশের আশঙ্কা সৃষ্টি করে। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. আমিনুর ইসলাম জানান, বিবাদীরা দলবদ্ধভাবে বাদীর কাছে নিয়মিত চাঁদা চাইতে আসতেন। এক পর্যায়ে বিপ্লব শেখ প্রকাশ্যে রুবেল মাহমুদকে হত্যার হুমকি দেন এবং মারধর করতে উদ্যত হলে বাদীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তারা দ্রুত সরে পড়েন।
বাদী রুবেল মাহমুদ বলেন, “থানায় অভিযোগ করতে গেলে আমাকে আদালতে মামলা করতে বলা হয়। এখন পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। অভিযুক্তরা এলাকায় সশস্ত্র অবস্থায় ঘোরাফেরা করছে।”
অন্যদিকে জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার পক্ষ থেকে জানানো হয়— রুবি আক্তার উর্মি তাদের পত্রিকার শেরপুর প্রতিনিধি নন। পত্রিকার দায়িত্বশীল ব্যক্তি মো. বাবলু জানান, “যে কেউ ভুয়া কার্ড ব্যবহার করে চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত।
অভিযুক্ত উর্মি আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তিনি একাধিক পত্রিকায় কাজ করেন এবং তার নামে মামলা হলে আইনগতভাবে মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি বলেন, “বিষয়টি নিয়ে অতিরিক্ত কথা বললে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধেও মামলা করা হবে।”
মামলাটির তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, উর্মি আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments