গোপালগঞ্জে ৭ আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন থেকে ৭ আওয়ামী লীগ নেতা দলীয় বিভিন্ন পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার জলিরপার ইউনিয়নের বানিয়ারচরে ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের ৭ নেতা দলীয় সকল পদ পদবী থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে ১৭ নং জলীরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মন্মথ বৈরাগী, সদস্য গোপাল বালা, ১ নং ওয়ার্ড সদস্য প্রকাশ দাস, ২ নং ওয়ার্ড সহ-সভাপতি সুজিত মন্ডল, দপ্তর সম্পাদক স্বপন হালদার, যুব ও ক্রিড়া সম্পাদক নির্বাণ হালদার, ও কৃষি ও সমবায় সম্পাদক বিশ্বজিত বৈরাগী আমরা জলীরপাড় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করে জানাইতেছি যে, আমরা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ অধীনস্থ জলীরপাড় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এর প্রাথমিক পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে আজ ০৯/১২/২০২৫ তারিখে সংবাদসম্মেলনের মাধ্যমে পদত্যাগ করিলাম।
আমরা দৃঢ় ভাবে প্রতিজ্ঞা করিতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না। আমরা দেশ ও জাতির কল্যানে কাজ করে যাব।

No comments