বগুড়ায় হাইওয়ে পুলিশের তৎপরতায় ২৪ লাখ টাকার সয়াবিন তেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার।
বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া সয়াবিন তেলবাহী একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্রাকে থাকা ৭০ ব্যারেল সয়াবিন তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা ঘটনাটি জানতে পারেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ বগুড়া–ঢাকা মহাসড়কে ছিনতাই হওয়া ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৪৪৯৯) অনুসন্ধান শুরু করে।
কিছুক্ষণ পর ট্রাকটি শনাক্ত করে থামানোর চেষ্টা করলে গাড়িতে থাকা দুষ্কৃতিকারী চালক হাইওয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি অনুধাবন করে পুলিশ তাদের সরকারি পিকআপ নিরাপদ দূরত্বে রেখে ট্রাকটিকে ধাওয়া করতে থাকে।
পরে হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী চালক ঘোঘা ব্রিজের সামনে ট্রাকটি রাস্তার উপর ফেলে রেখে পাশের বন-জঙ্গলে পালিয়ে যায়।
এসময় শেরপুর হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। ট্রাকের ভেতর থেকে ৭০ ব্যারেল সয়াবিন তেল পাওয়া যায়, যার বাজারমূল্য ২৪ লাখ টাকা বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার আইনগত প্রক্রিয়া চলছে, এবং পলাতক দুষ্কৃতিকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

No comments