শিরোনাম

বগুড়ায় র‌্যাবের অভিযানে ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২

ইসমাইল প্রতীমঃ

‎বগুড়ার সদর উপজেলায় র‌্যাব–১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের অভিযানে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের সিগারেট ও বিড়ির নকল ব্যান্ডরোল, প্রিন্টিং প্লেট ও বিপুল পরিমাণ নকল মালামালসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

‎রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া সদর উপজেলার পালশা চৌকির পাড় এলাকার রুহান প্রিন্টিং প্রেসে এ অভিযান পরিচালনা করা হয়।

‎মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব–১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

‎র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উক্ত প্রিন্টিং প্রেসে দীর্ঘদিন ধরে সিগারেট ও বিড়ির নকল রাজস্ব ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার ও মোড়ক তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

‎অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন, মাহমুদুল হাসান ওরফে মিলন (৪২) এবং রাশেদুল ইসলাম ওরফে রনজু (৪২)। তারা দু’জনই বগুড়া সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

‎র‌্যাব জানায়, অভিযান থেকে ১৮ লাখ ৩৮ হাজার সিগারেটের নকল ব্যান্ডরোল, ১০ লাখ ৪৯ হাজার বিড়ির নকল ব্যান্ডরোল, নকল ব্যান্ডরোল তৈরির স্টিলের লেবেল প্লেট, কাঠের স্ক্রিন ফ্রেম, বিভিন্ন ব্র্যান্ডের বিড়ির মোড়ক, ফিল্টার, ১,৪০০টি স্টিল লেবেল প্লেট, এবং আকিজ বিড়ির নিরাপত্তা লোগোযুক্ত ১,৫০০টি গামটেপসহ বিপুল মালামাল জব্দ করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।

‎র‌্যাব–১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, নকল রাজস্ব ব্যান্ডরোল প্রস্তুত ও বাজারজাত করার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের বিশাল ক্ষতি করা হচ্ছিল। গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎তিনি আরও বলেন, নকল ব্যান্ডরোল ও জালিয়াতি চক্রের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments