শিরোনাম

ভূমি সেবায় জাতীয় পুরস্কার পেলেন পাবনার ভূমি সহকারী রেজাউল

স্টাফ রিপোর্টারঃ

ভূমি সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ “ভূমি সেবা বিষয়ক পুরস্কার–২০২৫” পেয়েছেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রেজাউল করিম (লাভলু)। তিনি রাজশাহী বিভাগ থেকে এ ক্যাটাগরিতে নির্বাচিত একমাত্র কর্মকর্তা।

“ভূমি সেবা বিষয়ক পুরস্কার প্রদান নীতিমালা–২০২৫” অনুযায়ী সেবার মানোন্নয়ন, সেবা উদ্ভাবন, স্বচ্ছতা ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় অবদান বিবেচনায় সারা দেশের ৮টি ক্যাটাগরিতে মোট ৫৮ জন কর্মকর্তা–কর্মচারীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছেন—ঢাকা ও বরিশাল বিভাগের দুই বিভাগীয় কমিশনার, দেশের আট বিভাগের আট জেলাপ্রশাসক, আট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আট রেভিনিউ ডেপুটি কালেক্টর, নয় সহকারী কমিশনার (ভূমি), সাত কানুনগো, আট ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারী কর্মকর্তা এবং আট সার্ভেয়ার।

রাজশাহী বিভাগ থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম (লাভলু)। বর্তমানে তিনি সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি করমজা ইউনিয়নে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১৭ নভেম্বর ২০২৫ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে (৯৮, শহিদ তাজউদ্দীন আহমদ সরণি, সাতরাস্তা, ঢাকা-১২০৮) অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেন। পরে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ভূমি ও খাদ্য মন্ত্রণাললেয় উপদেষ্টা আলী ইমাম মজুমদারের নিকট থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।

ভূমি সেবার ডিজিটালাইজেশন, সেবা প্রাপ্তিতে জনবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, ভূমি কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দ্রুত সেবা প্রদানসহ সামগ্রিক ভূমি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তার এ অর্জনে স্থানীয় প্রশাসন, সহকর্মী এবং সেবা গ্রহীতারা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

No comments