শিরোনাম

বগুড়ায় মা–দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার, সেনা সদস্য স্বামী হেফাজতে

স্টাফ রিপোর্টার, বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার খনিশাকান্দি গ্রামে মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতরা হলেন—সাদিয়া বেগম (২৮) এবং তার দুই সন্তান, পাঁচ বছর বয়সী মেয়ে ও তিন বছরের ছেলে।

নিহত সাদিয়া বেগম ভান্ডার পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। ছয় বছর আগে তার বিয়ে হয় একই উপজেলার খলিসাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের সঙ্গে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে পাশের ঘর থেকে দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। কিছু দূরেই ঘরের তীরে ওড়না প্যাঁচানো অবস্থায় সাদিয়ার ঝুলন্ত মরদেহ নজরে আসে। ঘটনাটি দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খুবই নৃশংস। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, এটি তিনটি হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধের জেরে ঘটে যাওয়া কোনো ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments