শিরোনাম

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় আত্মসমর্পণ স্বামীর



বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় গিয়ে দায় স্বীকার করেছেন আফতাব পাইকার (৪০) নামে এক ব্যক্তি। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বারপুর হাইওয়ে সংলগ্ন নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘাতক আফতাব বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী বয়রাতলা গ্রামের ইয়াসিন আলী পাইকারের ছেলে। আহত স্ত্রী মিনা বেগম (৩৩) ঝোপগাড়ী পূর্বপাড়া এলাকার ইকরাজুল ইসলাম খালেকের মেয়ে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকার সময় আফতাব তার মেয়ের শ্বশুরের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। ওই জের ধরেই তিনি রাতে মিনাকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই আফতাব নিজেই বগুড়া সদর থানায় উপস্থিত হয়ে ঘটনার দায় স্বীকার করেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, “ঘটনার খবর পেয়েছি। অভিযুক্ত স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

No comments