বগুড়ায় এনসিপির ছয় আসনে ১৩ মনোনয়ন—খালেদা জিয়ার আসনে রহস্যময় নীরবতা!
নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ
বগুড়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলার ছয়টি আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র তুললেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহ্যবাহী আসন বগুড়া-৭ থেকে এখনো কোনো প্রার্থী মনোনয়নপত্র তোলেননি। এই নীরবতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার শেষ নেই।
বুধবার (১৩ নভেম্বর) ছিল এনসিপির মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা এনসিপির কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। নতুন ও তরুণ নেতৃত্বের উপস্থিতিতে দিনভর চলে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। দলীয় নেতা বগুড়ার প্রধান সমন্বয়কারি সাকিব মাহাদী বলেন, জনগণের সমর্থন ও আস্থা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়।
দলীয় সূত্রে জানা গেছে, বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে গোলাম রাব্বি হাসান ও রাকিবুল সানি, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাহাঙ্গীর আলম, বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে আল ওয়াসী জ্বীম, বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে ইঞ্জিনিয়ার মো. সারওয়ার হোসেন (রনি) ও মো. সৈকত আলী, বগুড়া-৫ (শহর–শাজাহানপুর) আসনে ড. মেহেরুল আলম মিশু, ইয়াসিন আলী হিমেল ও মো. খোকন মাহমুদ এবং বগুড়া-৬ (সদর) আসনে ড. মো. এনামুল হক বাবু বিশ্বাস, আবদুল্লাহ আল সানী, মেহেদুল হাসান স্বপন ও মুফতি আনাস খান মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
জেলা রাজনীতিতে বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় এনসিপির এই তৎপরতা নজর কাড়ছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার আসন বগুড়া-৭ এ কোনো প্রার্থী না তোলার বিষয়টি অনেকের মতে কৌশলগত পদক্ষেপ হতে পারে। কেউ কেউ মনে করছেন, এ আসনে জোট সমন্বয় বা প্রতীকগত সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এনসিপি নেতা বগুড়া সমন্বয়কারী সদস্য হুমায়ুন কোভিদ হিমু জানান, দলটি দেশের গণমানুষের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে চায়। সৎ, যোগ্য ও তরুণ প্রার্থীকে সামনে রেখে জনগণের আস্থা অর্জনই তাদের লক্ষ্য।
যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।

No comments