মাদারীপুরে চিনিবোঝাই ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ ঝটিকা মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের শিবচর অংশে অবরোধের চেষ্টা করে। তারা সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে দুর্বৃত্তরা একটি চিনিবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম অব্যাহত আছে।”

No comments