শাহজাদপুরে প্রবাসী যুবকের লাশ উদ্ধার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামে সেরাজুল ইসলাম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে স্থানীয় মুসল্লিরা নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে তার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেরাজুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। আজ সকালে স্থানীয়রা তার নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
নিহত সেরাজুলের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

No comments