নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবক গ্রেফতার
আহসান হাবিব শিবলুঃ
বগুড়ার গাবতলীতে নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার কলাকোপা গ্রামের শাহিন আলম (২৮), পিতা শহিদুল প্রামানিক—এক নারীকে মাঠে গরুর ঘাস কাটার সময় যৌনভাবে নিপীড়ন করে। ঘটনাটি ঘটে গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ২টার দিকে।
পরে সোমবার (২৮ অক্টোবর ২০২৫) রাতে বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইয়াসির আরাফাত ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি শাহিন আলমকে তার নিজ এলাকা কলাকোপা গ্রাম থেকে গ্রেফতার করেন।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন,অভিযোগের প্রেক্ষিতে গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এজাহার নামীয় একমাত্র আসামিকে গ্রেফতার করে হেফাজতে গ্রহণ করা হয়।
তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় থানা পুলিশ কঠোর অবস্থানে আছে।

No comments