ফয়সাল হোসাইন সনি, বগুড়া
পুরনো মোবাইল ফোন কিনে চরম বিপাকে পড়েছেন বগুড়ার এক ক্রেতা। জানা গেছে, তিনি চলতি বছরের ১৮ আগস্ট একটি iPhone 12 কিনেছিলেন, যা আসলে হারানো হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরিভুক্ত ছিল।
জিডি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ৩নং ওয়ার্ডের শাহপাড়া খলশী এলাকা থেকে কানন বেগম নামে এক নারীর মোবাইল ফোন হারিয়ে যায়। হারানো ফোনটির মডেল iPhone 12, রঙ সাদা, আইএমই নম্বর 353055114006072, র্যাম ৪ জিবি, মেমোরি ১২৮ জিবি।
জিডিতে উল্লেখ রয়েছে, কানন বেগম ওই দিন গোবিন্দগঞ্জ বাজারে যাওয়ার পথে নিজের অজান্তে ফোনটি হারান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, বগুড়ার কলেজপড়ুয়া ছাত্র সজীব জানান, তিনি উক্ত ফোনটি বগুড়ার পুলিশ প্লাজার সাফিন টেলিকম নামের একটি দোকান থেকে কিনেছিলেন। হঠাৎ গোবিন্দগঞ্জ থানার এক পুলিশ সদস্য তাকে ফোন করে জানান, ফোনটি চুরি হওয়া হিসেবে জিডিভুক্ত রয়েছে।
সজীব বলেন, “ফোনটি আমি বৈধভাবে দোকান থেকে কিনেছি। পরে দোকান কর্তৃপক্ষ আমাকে ক্রয়ের পুরো টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।”
সাফিন টেলিকমের স্বত্বাধিকারী বলেন, “আমরাও ফোনটি অন্য এক বিক্রেতার কাছ থেকে ক্রয় করেছিলাম। আমাদের কাছে তার বৈধ কাগজপত্র আছে। আমরা সেই ব্যক্তির কাছ থেকে টাকা ফেরত নিয়ে ক্রেতাকে অর্থ ফেরত দেবো।”
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাদির বলেন, “আমরা ট্র্যাকিংয়ের মাধ্যমে বগুড়ার সজীবকে শনাক্ত করেছি। তার সাথে কথা বলে বুঝতে পেরেছি, সে চোর নয় বরং ক্রেতা। ফোনটি ফেরত দিতে সে কিছুদিন সময় চেয়েছে। পুলিশ জনগণের সেবায় কাজ করে, এ ঘটনাতেও আমরা ন্যায়বিচার নিশ্চিত করবো।”
No comments