শিরোনাম

ধুনটে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন

 


ধুনট (বগুড়া) প্রতিনিধিঃব

গুড়ার ধুনট উপজেলা ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রায় ১ যুগ পর নতুন কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এরআগে পদপ্রত্যাশী ছাত্রদল নেতারা নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দিতে পৃথক পৃথক ভাবে শত শত কর্মী সমর্থকসহ মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন

এসময় ‎জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল ছিল প্রাণবন্ত ও উদ্দীপনায় পরিপূর্ণ। নতুন কমিটিতে পদপ্রত্যাশীরা তাদের বক্তব্যে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন

‎জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ‎সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও উদ্বোধনী বক্তব্য দেন, সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ

আরও বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদ, আনোয়ার হোসেন, আহসান হাবীব, জিয়াউর হক মিথুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সম্রাট, এস.এম জাকির হোসেন, মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান মিয়া, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক আজিজুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রনি,ধুনট সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া

‎বক্তারা বলেন, বিগত ১৭ বছর ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীরা হলে থাকতে পারে নাই। তাদের শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটেছে। সেশন জটে পড়েছে, হামলা মামলার শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে তবুও ছাত্রলীগের সাথে আপোষ করে নাই। আর বেইমান মোনাফেকের দলের নেতাকর্মীরা শুধুমাত্র ক্ষমতার লোভে ছাত্রলীগ সেজে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা ভোগ করেছে। আজকে যখন ছাত্রদল তাদের মূলনীতি তাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে রাজনীতিটাকে বেগবান করতে যাচ্ছে, ঠিক তখনই আবারও এই ষড়যন্ত্রকারীরা ছাত্রলীগদেরকে” ছাত্রলীগের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার মধ্য দিয়ে” সেল্টার দিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগ ও তাদের দোসরদের টিকিয়ে রেখেছে। এসময় তারা আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের সাথে কোন বিরোধ চলবে না। ধানের শীষ যার হাতে ছাত্রদল তার সাথে। আমরা নিশ্চিত করবো তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

এছাড়াও ছাত্রদল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছে। আগামী দিনে নতুন প্রজন্মকে সঠিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে ছাত্রদলকেই দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

No comments