শিরোনাম

বগুড়ায় ডিবির অভিযানে পলাতক আসামী গ্রেফতার

 



বগুড়া প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় পলাতক আসামী ও বগুড়া আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুস সালাম (৬০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ

অদ্য মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) বেলা আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার একটি চৌকস টিম সদর থানার জলেশ্বরীতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুস সালাম মৃত খয়ের উদ্দিনের পুত্র এবং আদমদিঘী উপজেলার ভেনলা গ্রামের বাসিন্দা।

ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্র ও জনতাদের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

২২ অক্টোবর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।

No comments