বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপির উপজেলা যুগ্ম-সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে গল্লাক বাজার এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, আদালতের ৩৪৭/২৫ নম্বর মামলায় জারিকৃত পরোয়ানার ভিত্তিতে আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, কচুয়া উপজেলার রহিমা নগরের বাসিন্দা জোসনা মুন্নি নামের এক তরুণী গত ৫ অক্টোবর থেকে অভিযুক্ত নেতার বাড়িতে অবস্থান করছিলেন। তিনি দাবি করেন, আমিন সৈকত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এনসিপির স্থানীয় নেতারা সমঝোতার চেষ্টা চালান। মেয়েপক্ষকে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করে।
জোসনা মুন্নি জানান, “বিয়ের প্রতিশ্রুতিতে আমাকে প্রতারণা করে সম্পর্ক করেছে। আমি ন্যায়বিচার চাই। এখনো তাদের পক্ষ থেকে আমাকে ভয় দেখানো হচ্ছে।”

No comments