শিরোনাম

বগুড়ায় গাবতলীতে মুরগির খামারে নেশা সেবনে বাধা, খামার মালিকের ওপর সন্ত্রাসীদের হামলা




বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার ছোট গোড়দহ এলাকায় মুরগির খামারে নেশা সেবনে বাধা দেওয়ায় খামার মালিকের ওপর সন্ত্রাসীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত খামার মালিক মোঃ স্বপন প্রামানিক গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত স্বপন প্রামানিক (৩৬) ছোট গোড়দহ গ্রামের মোঃ আব্দুল কুদ্দুছ প্রাং-এর ছেলে। তিনি নিজস্ব জমিতে একটি মুরগির খামার স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরবর্তীতে খামার ব্যবসায় ক্ষতি সাধন হওয়ায় ব্যবসা বন্ধ করে জনৈক খামারিকে ভাড়া প্রদান করিয়া গাবতলি এলাকায় কনফেশনারীর দোকান শুরু করেন।কিন্তু স্থানীয় কয়েকজন নেশাগ্রস্ত ব্যক্তি নিয়মিত ওই খামারে প্রবেশ করে মাদকদ্রব্য সেবন করায় খামারের পরিবেশ নষ্ট হচ্ছিল। এ অবস্থায় স্বপন প্রামানিক তাদের নেশা সেবনে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিবাদী মোঃ লিমন পাইকার (৩৬), মোঃ মহন সরকার (৫৫) ও তাদের সহযোগী ৩–৪ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে খামারে প্রবেশ করে প্রকাশ্যে নেশা সেবন শুরু করে। স্বপন প্রামানিক ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে তারা তার ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, প্রধান আসামি লিমন পাইকার রামদা দিয়ে স্বপনের মাথায় কোপ মারতে গেলে তিনি বাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাতে গুরুতর কাটা জখম হয়। পরে অন্যান্য আসামিরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত স্বপন প্রামানিককে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত স্বপন প্রামানিক বলেন,ওই সন্ত্রাসীরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি বাধা দেওয়ায় তারা আমার ওপর হামলা চালিয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে।তিনি আরও বলেন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে চারজন স্থানীয় ব্যক্তি মোঃ শিমুল ইসলাম, মোঃ রাসেল প্রাং, মোঃ ইব্রাহীম ও মোঃ শাহরিয়ার হোসেন উপস্থিত ছিলেন। 


এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,এবিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments