শিরোনাম

জয়পুরহাটের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় না ডাকার অভিযোগ

 



 স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের দলের জন্য ত্যাগী নেতাদের মধ্যে কয়েকজনকে না ডাকার অভিযোগ উঠেছে।ঢাকার গুলশান কার্যালয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে অনুষ্ঠিত সভায় আমন্ত্রণ না করায় কয়েকজন নেতা ও প্রকাশ করেছেন।

তথ্য সূত্রে জানা যায়, জয়পুরহাট-১ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাট-২ আসন থেকে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও সাবেক সচিব আঃ বারীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে স্থানীয় পর্যায়ের কয়েকজন ত্যাগী ও মাঠের নেতা অভিযোগ করেছেন, তাদের কাউকে মিটিংয়ে ডাকা হয়নি। জয়পুরহাট-১ আসনের এক মনোনয়ন প্রত্যাশী বলেন, “মাঠের নেতাদের বাদ দিয়ে কৌশলে কিছু লোককে ডাকা হয়েছে। কেন ডাকা হয়নি, এ বিষয়ে আমি পরবর্তীতে ব্যাখ্যা চাইব।

অন্যদিকে জয়পুরহাট-২ আসনের এক সাবেক ছাত্রনেতা অভিযোগ করে বলেন, “ছাত্রজীবন থেকে বিএনপির রাজপথে আছি, অথচ সাংগঠনিকভাবে কাউকে কাউকে ডেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে—এটি ঐক্যবদ্ধ রাজনীতির পরিপন্থী।

প্রবাসী আরেক মনোনয়ন প্রত্যাশী জানান, তিনি দীর্ঘদিন ধরে দলের পক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন, কিন্তু এবার ঢাকার সভায় তাকে ডাকা হয়নি। তিনি বলেন, “যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই কাজ করব, তবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় নেতা শাহীন শওক বলেন বলেন, জয়পুরহাট-১ ও ২ আসন থেকে তিনজন করে মোট ছয়জনকে সভায় ডাকা হয়েছে। এটি মনোনয়ন নিশ্চিতের সভা নয় সাক্ষাৎকার শেষে মনোনয়ন চূড়ান্ত হবে।

No comments