শিরোনাম

সুন্দরবনে জেলে-বাওয়ালিদের পাস বন্ধ

 


 (সাতক্ষীরা) প্রতিনিধি;

আসন্ন রাস পূজা উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) থেকে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, প্রতি বছর রাস উৎসব উপলক্ষে দুবলার চর ও আশপাশের চরে বিপুল সংখ্যক তীর্থযাত্রী ও দর্শনার্থী আগমন ঘটে। উৎসব চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাময়িকভাবে জেলে ও বাওয়ালিদের পাস ইস্যু বন্ধ রাখা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা (এসি এফ) বলেন,

রাস পূজার সময় নিরাপত্তার স্বার্থে সুন্দরবনের অভ্যন্তরে কোনো জেলে বা বাওয়ালি প্রবেশ করতে পারবে না ২৭ অক্টোবর থেকে ৫নভেম্বর পর্যন্ত পাস ইস্যু বন্ধ করা হয়েছে।

প্রতি বছর কার্তিক মাসে দুবলার চর এলাকায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী রাস পূজা ও রাস মেলা, যা সুন্দরবন এলাকার অন্যতম ধর্মীয় ও পর্যটন উৎসব। এ সময় হাজারো মানুষ বনের বিভিন্ন চর ও তীরবর্তী এলাকায় অবস্থান করে পূজা ও স্নান অনুষ্ঠানে অংশ নেন।

নিষেধাজ্ঞার কারণে বর্তমানে জেলে বাওয়ালীদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, রাস পূজার সময় মাছ ধরার মৌসুম হওয়ায় তাদের জীবিকায় সাময়িক প্রভাব পড়বে। তবে বন বিভাগ বলেছে, নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত অস্থায়ী এবং পূজা শেষ হলেই পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

 এ বিষয় নিলডুমুর এলাকার জেলে বাবুল আক্তার বলেন এই এক সপ্তাহ পাশ বন্ধ করায় আমাদের জীবিকা নির্বাহ এর উপর ব্যাপকভাবে প্রভাব পড়বে।

No comments