শিরোনাম

শ্যামনগরে গলায় দড়ি দিয়ে নারী ও পুরষের আত্মহত্যা


 


 সাতক্ষীরা প্রতিনিধি;

সাতক্ষীরার শ্যামনগরে গলায় দড়ি দিয়ে মজিদা খাতুন (৫০) নামের এক গৃহবধূ ও আল আমিন গাজী (২৬) নামের এক যুবক আ/ত্মহ/ত্যা করেছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় মজিদা ও বিকাল ৪ টায় আল আমিন নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্ম/হ/ত্যা করেন।

পৃথক পৃথক আত্মহত্যাকারীরা হলেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আসমত মিস্ত্রির স্ত্রী ও একই উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, মাজিদা মানসিক রোগী ছিল। তার স্বামী দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে মানসিক রোগী হয়ে পড়ে। অপরদিকে মৃত আলামিন গাজীর চাচাতো ভাই শুভ গাজী বলেন, আলামীন গলায় দড়ি দিয়েছে শুনে দ্রুত উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে আসি। কিন্তু কি কারণে গলায় দড়ি দিলো সেটা জানতে পারিনি। তিনি আরও বলেন আলামীনের ২বছর বয়সের একটা মেয়ে রয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাকির হোসেন বলেন, হসপিটালে নিয়ে আসার আগেই আলামিন গাজীর মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

No comments