বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার অন্তত এক লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে রতন-সুমন গ্যাংয়ের সন্ত্রাসে নিস্তব্ধ জীবনযাপন করছেন। অভিযোগ অনুযায়ী, এ গ্যাং গোপন টর্চার সেল পরিচালনা করে, যেখানে তুলে নিয়ে গিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হয়। স্থানীয়দের দাবি—তাদের চোখের সামনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব অপরাধের বিচার এখনো হয়নি, বরং সময়ের সঙ্গে গ্যাংয়ের রূপ বদলেছে, কিন্তু অপরাধের ধরন বদলায়নি।
রতন, সুমনের এই গ্যাং পরিচালনা করা বগুড়া শহরের মালতি নগর দক্ষিন পাড়া এলাকার এক বুড়ির বাড়ি নামে পরিচিত এক বৃদ্ধা মহিলার বাড়ি থেকে। যেই বাড়িতে রতন ও সুমনের এই গ্যাং পরিচালনা করা হয় সেই বাড়িটিও রতন সুমন দখল করে আছে বলে জানিয়েছে স্থানীয়রা। রতন সুমনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও। শুধু স্থানীয় বাসিন্দারাই নয় পুরো বগুড়া এখন রতন, সুমন গ্যাংয়ের আওতায়।
স্থানীয় কয়েকজন ভুক্তভোগী (যারা পরিচয় প্রকাশে রাজি নন) জানিয়েছেন, নির্দিষ্ট জায়গা থেকে চোখ বেঁধে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক নির্যাতনের পাশাপাশি পরিবারকে ফোন করে মুক্তিপণের টাকা দাবি করা হয়। টাকার অঙ্ক সাধারণত কয়েক লাখ থেকে শুরু হয়। সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া ধারালো কুড়াল ও অন্যান্য অস্ত্র এই গ্যাংয়ের নৃশংসতার প্রমাণ বহন করছে।
অভিযোগ রয়েছে, প্রায় ৩০ জনের সমন্বয়ে গঠিত এই বাহিনী শেখ হাসিনা সরকারের আমলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রশাসনের চোখ এড়িয়ে নিজেদের প্রভাব বিস্তার করে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তারা রাজনৈতিক রঙ বদলে বিএনপির নাম ব্যবহার করে নতুন করে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে।
রতন-সুমন গ্যাংয়ের বিরুদ্ধে প্রকাশ্যে সাক্ষ্য দিতে সাহস পান না সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, “আমরা কিছু বললেই তারা আমাদের মেরে ফেলবে”—এমন মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে দাঁড়ায়।
বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, “রতন-সুমন গ্যাংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্ত সম্পন্ন হয়েছে। আমরা খুব শিগগিরই তাদের গ্রেফতার করব।”
প্রশাসন সূত্র বলছে, গ্যাংয়ের গতিবিধি নজরে রাখতে এবং দ্রুত গ্রেফতারের জন্য একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে।
আতঙ্কিত এলাকাবাসীর একটাই দাবি—গ্যাংয়ের সব সদস্যকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আর কেউ এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে অপরাধের রাজত্ব কায়েম করতে না পারে।
রতন সুমন গ্যাংয় নিয়ে চ্যানেল টেন এর ধারাবাহিক পর্বের আজ প্রথম পর্ব। পড়ের পর্ব খুব শিগগিরই আসছে...
No comments