শিরোনাম

পাবনায় ১৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বুইনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ রাশিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য মতে, পাবনা-ঢাকা মহাসড়কের পাশে রনি (পিতা-শামছুল শেখ) এর মালিকানাধীন সালমান ভলকানাইজিং দোকানের সামনে একটি হলুদ-নীল রঙের ছয় চাকার JAC ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে ও চেসিসের উপর বিশেষভাবে তৈরি করা চারটি পাইপ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া গ্রেফতার হওয়া দ্বিতীয় আসামির হেফাজত থেকে একই ধরনের পাইপে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোট ১৮ (আঠারো) কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন রংপুর জেলার দেওডোবা নেকারপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে রতন মিয়া (৩৬) ও পাবনা সদরের সাধুপাড়া জুটপট্টি এলাকার কালু বিশ্বাসের ছেলে আব্দুর রহমান (৩৬)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

No comments