শিরোনাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব খানের মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

 

বগুড়া প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার সাবেক সদস্য সচিব সাকিব খানকে গভীর রাতে “আওয়ামী কায়দায়” গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বগুড়ার ছাত্র-জনতা। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথা মোড়ে “ছাত্র ও জনতার আয়োজনে” এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সারাদেশজুড়ে সরকার বিরোধী তরুণ ও ছাত্রনেতাদের ভয় দেখিয়ে দমন করার অপচেষ্টা চলছে। সাকিব খানের গ্রেফতার সেই রাজনৈতিক প্রতিহিংসারই অংশ। বক্তারা বলেন,“একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা জনগণের সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান সরকার সেই অধিকার কেড়ে নিতে চায় দমন-পীড়নের মাধ্যমে।”

কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপির সংগঠক শওকত ইমরান, আব্দুল্লা আল সানি, এবং ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। তারা সাকিব খানের নিঃশর্ত মুক্তি দাবি করে হুঁশিয়ারি দেন,“যদি দ্রুত মুক্তি না দেওয়া হয়, তবে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম, রিয়াদ হোসেন, মাহফুজ মোল্লা, তাওহিদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন,“যুব সমাজকে ভয় দেখিয়ে থামানো যাবে না। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবই।”

উল্লেখ্য, এর আগে সোমবার ভোর রাতে যৌথ বাহিনীর অভিযানে সাকিব খানকে গ্রেফতার করা হয়। পরে ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

No comments