ছেলের মৃত্যুশোকে রেললাইনে শুয়ে পড়লেন মা, চালকের সতর্কতায় রক্ষা পেল প্রাণ
চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ছেলের আকস্মিক মৃত্যু সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন এক বৃদ্ধা মা। তবে ট্রেনচালকের তাৎক্ষণিক পদক্ষেপ ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজরাহাটি এলাকার মৃত সালেহারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পেশায় এক স্কুল শিক্ষক, বুধবার (২৯ অক্টোবর) সকালে হঠাৎ স্ট্রোকে মারা যান। ছেলের এমন অকাল মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন তার মা ছকিনা খাতুন (৭০)।
শোক সহ্য করতে না পেরে দুপুরে তিনি বাড়ি থেকে বেরিয়ে চুয়াডাঙ্গা রেলস্টেশনের কাছাকাছি কদমতলা এলাকায় গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। ঠিক সেই সময় রাজশাহী থেকে খুলনাগামী ‘সাগরদাঁড়ী এক্সপ্রেস’ ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছাড়ে। অল্প কিছু দূর যাওয়ার পর চালক দেখতে পান এক নারী রেললাইনে শুয়ে আছেন। দ্রুত পরিস্থিতি বুঝে তিনি জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন।
ট্রেন থামার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে ছকিনা খাতুনকে নিরাপদ স্থানে সরিয়ে আনেন। পরে তাকে পরিবারের সদস্যদের হেফাজতে দেওয়া হয়।
কান্নাজড়িত কণ্ঠে ছকিনা খাতুন বলেন, “আমার ছেলে আজ সকালে মারা গেছে। তাকে ছাড়া এই পৃথিবীতে আমার আর থাকার ইচ্ছে নেই। অনেক কষ্টে মানুষ করেছিলাম তাকে, এখন সব শেষ হয়ে গেছে।”
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ কুমার জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের তৎপরতা ও ট্রেনচালকের দক্ষতার কারণে ওই নারী প্রাণে বেঁচেছেন। পরে জানা যায়, ছেলের মৃত্যুশোকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।”

No comments