বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমলা পোদ্দার (৬৭) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে। নিহত বিমলা পোদ্দার (৬৭) বগুড়ার দুপচাচিয়ার তালোড়া এলাকার মৃত রাধেশ শ্যাম পদ্মারের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে চাকুর ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় তারা ঘরের আসবাবপত্রও তছনছ করে ফেলে।
ডাকাতির সময় বড় বোন বিমলা পোদ্দারকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।
জানা গেছে, ওই পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের সকলের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। কেউ বিবাহিত নয় এবং দুই ভাইবোন প্রতিবন্ধী বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, “এটি পরিকল্পিত ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
No comments