নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে হারানো ১০২টি মোবাইল ফোন উদ্ধার ও মালিকদের নিকট হস্তান্তর
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ জেলা পুলিশের এক উল্লেখযোগ্য উদ্যোগে হারানো ১০২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম পক্ষে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুমন রঞ্জন সরকার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ সর্বদা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তৎপর রয়েছে। জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনেই আমাদের এই প্রয়াস।”
তিনি আরও বলেন, “মোবাইল ফোন ব্যবহারে সকলকে সতর্ক থাকতে হবে। মোবাইল চুরি বা হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিচ্ছি, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকগণ এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

No comments