ভিমরুলের হুলে নিভে গেল শিশুর প্রাণ—ধুনটে ছোট্ট মরিয়মের মর্মান্তিক মৃত্যু
ধুনট বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামে ভিমরুলের হুলে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে মাত্র ছয় বছরের এক শিশু শিক্ষার্থী। প্রাক-প্রাথমিকের ছোট্ট শিক্ষার্থী মরিয়ম খাতুন আর কোনোদিন স্কুলের পথে হাঁটবে না, আর কোনোদিন মায়ের কোলে চুপটি করে ঘুমাবে না। ভয়াবহ ও হৃদয়বিদারক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিজের বাড়ির অদূরে নদীর ধারে জঙ্গলের পাশে খেলছিল ছোট্ট মরিয়ম। নিষ্পাপ আনন্দে মেতে থাকা শিশুটির সেই খেলাই পরিণত হয় দুঃস্বপ্নে—হঠাৎ ভিমরুলের ঝাঁকে আক্রমণ। শরীরের নানা স্থানে একের পর এক হুল ফুটিয়ে দেয় বন্যপ্রাণীটি। ব্যথায় ছটফট করতে থাকে ছোট্ট শরীরটি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি—চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে নিঃশ্বাস ত্যাগ করে নিষ্পাপ শিশুটি।
মরিয়মের বাবা মোহাব্বত আলী সরকারের কণ্ঠে কেবল শোক আর হতাশা—“আমার সোনামণি তো কিছুক্ষণ আগেও খেলছিল... কে জানতো এমন হবে।”
মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের আকাশ। আড়কাটিয়া গ্রামের প্রতিটি ঘর যেন কাঁদছে আজ মরিয়মের জন্য।
এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয়রা দ্রুত বনজঙ্গলে ভিমরুলের বাসা অপসারণের দাবি জানিয়েছেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
একটি ছোট্ট প্রাণের এভাবে ঝরে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি। মৃত্যুর আগ পর্যন্ত যারা লড়েছে ছোট্ট মরিয়মের জন্য, আজ তাদের চোখেও অশ্রু।

No comments