ধুনট উপজেলার ধামাচামায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার ধামাচামায় অনুষ্ঠিত হয়েছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও জনসচেতনতামূলক এক বর্ণাঢ্য আয়োজন। ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও আলোর দিশারী পাঠাগারের যৌথ উদ্যোগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের জাতীয় যুব পুরস্কার-এ প্রথম স্থান অর্জনকারী উদ্যোক্তা রেজওয়ানুল ইসলাম, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮ জন এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন ও পাঠাগারের সভাপতি প্রভাষক মিঠু মিয়া ভেটু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার।
বক্তব্য রাখেন যারা
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল মিছিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক এস. এম. আমিত হাসান মাহমুদ,ধুনট সরকারি নঈম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান,শ্রমিক কল্যাণ সংস্থা, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানসংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিন্নাহুর রহমান রাকিবসোনালী ব্যাংক পিএলসি, কর্পোরেট শাখার সিনিয়র আইটি অফিসার নাজমুল কাদিরদক্ষিণ ধামাচামা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মানত আলীধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ আল হাবিব দুর্লভবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান
আরও উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:ঝিনাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র মাওলানা আব্দুল বাসেত সরকারধুনট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ছামেদ আলী আকন্দ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র সভাপতি আঁখিনুরজ্জামান বকুলধুনট ক্রীড়া সংস্থার সদস্য রুহুল আমিন নোমানসংগঠনের সহ-সভাপতি জুয়েল আহমেদঅডিট কমিটির সদস্য মুনসুরুল উল মাসুম, হামিদুর ইসলামকোষাধ্যক্ষ ফিরোজ আলীসংগঠনের সদস্য সোহাগ বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা আগামী দিনের আলোকবর্তিকা। মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে সচেতন ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তোলার জন্য নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

No comments