বগুড়ায় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের প্রবণতা বাড়ছে। পারিবারিক সমস্যা, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা কারণ দেখিয়ে একের পর এক নেতাকর্মী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
সর্বশেষ বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার আকরামপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কুসুম্বী ইউনিয়ন শাখার সদস্য সচিব তারিকুল ইসলাম পলাশ পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, পেশায় তিনি একজন কৃষক ও মৎস্যচাষি। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তাঁর ভাষ্য, ২০২৩ সালে তাঁর সম্মতি ছাড়াই তাঁকে মৎস্যজীবী লীগের ইউনিয়ন কমিটিতে সদস্য সচিব করা হয়। তবে তিনি কখনোই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। বর্তমানে পারিবারিক জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে রাজনীতিতে সম্পৃক্ত থাকা সম্ভব নয় বলে জানান তিনি।
এই অবস্থায় তিনি মৎস্যজীবী লীগের সব ধরনের কর্মকাণ্ড থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সদস্য সচিবের পদ থেকেও পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, এখন থেকে আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও রাজনীতি করবেন না।
উল্লেখ্য, গত দুই মাসে শেরপুর উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রিনা রানী দাস এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লবের পদত্যাগ বিশেষভাবে উল্লেখযোগ্য।

No comments