শিরোনাম

মোকামতলায় পুলিশের অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার

 

জাহিদ, বগুড়া।
বগুড়ার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাতে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে রংপুর-ঢাকা মহাসড়কের পাশের একটি চেকপোস্টে পুলিশের টহল টিম এই অভিযান চালায়।

প্রথম অভিযানে রাত ১২টা ৫০ মিনিটে একটি যাত্রীবাহী বাস তল্লাশির সময় লালমনিরহাট জেলার মো. জিয়াউল হক (২২) কে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এরপর রাত ১টা ২৫ মিনিটে আরেকটি যানবাহন তল্লাশি করে কুড়িগ্রাম জেলার মো. পারভেজ (৪০) কে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

No comments