শিরোনাম

ধুনটে বিএনপি নেতার মৃত্যুতে এ.কে.এম তৌহিদুল আলম মামুনের শোক

 


ধুনট (বগুড়া) প্রতিনিধি |
বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আনিছুর রহমান বাদশা এলাকায় একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। পাশাপাশি তিনি এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন, যেখানে তিনি একজন শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে সম্মানিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আনিছুর রহমান বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক , ও বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ. কে. এম তৌহিদুল আলম মামুন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও শোক জানিয়েছেন ধুনট উপজেলা বিএনপির,সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মরহুমের জানাজা নামাজ রবিবার বাদ মাগরিব তাঁর নিজ গ্রাম বিলচাপড়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

No comments