বগুড়ার ক্যাশিয়ার হত্যা মামলার আসামি রতন গাজীপুরে গ্রেফতার
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি রতনকে (২৩) গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত রতন বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের চানমিয়ার ছেলে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
উল্লেখ্য, সম্প্রতি বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে ক্যাশিয়ার ইকবাল হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় রতনকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
ডিবি পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।

No comments