শিরোনাম

মহাসড়কে ট্রাক চালককে পিস্তল ঠেকিয়ে ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্র গ্রেফতার

 


শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ট্রাক চালককে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের সময় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মাহবুব খাঁন (৩৫) গ্রেফতার হয়েছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুরের মিঠাপুকুর থেকে দুইটি ট্রাকে মুরগির খাদ্য নিয়ে ফরিদপুরের টেকেরহাট যাচ্ছিলেন ট্রাকচালক ফরহাদ মিয়া (৫০) ও তার সহযোগী হেলপার শিহাব হোসেন। শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের চাকা পাংচার হয়। সে সময় মোটরসাইকেলে তিনজন ডাকাত এসে ড্রাইভারদের ঘিরে ধরে।

আসামি মাহবুব খাঁন ট্রাক চালককে পিস্তল ঠেকিয়ে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে অন্য ট্রাকের সিটকভারের ভেতর থেকে আরও ৪৫ হাজার টাকা লুট করে মোট ৯০ হাজার টাকা নিয়ে নেয়। এসময় ট্রাকচালক চিৎকার দিলে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ডাকাত মোটরসাইকেলে পালিয়ে গেলেও মাহবুব পালাতে ব্যর্থ হয়ে ধানের ক্ষেতে ঢুকে পড়ে। পরে পুলিশ তাকে অস্ত্র-গুলিসহ আটক করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক মাহবুব খাঁন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকসা গ্রামের মৃত চাঁনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে ২৩টি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় ট্রাকচালক ফরহাদ মিয়া বাদী হয়ে শাজাহানপুর থানায় ডাকাতির অভিযোগে মামলা (নম্বর-১০, তারিখ-০৭/০৯/২০২৫) দায়ের করেন। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই আবু জাররা বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা (নম্বর-১১, তারিখ-০৭/০৯/২০২৫) করেন।

পুলিশ জানায়, লুণ্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা চলছে এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

No comments