ফরিদপুরে দুই মহাসড়ক ও রেলপথ অবরোধ
চ্যানেল টেন অনলাইনঃ
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো দুইটি মহাসড়ক ও একটি রেলপথ অবরোধ করেছেন স্থানীয় আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে।
হাইওয়ে পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় প্রায় ৬০–৭০ জন এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১২০ জন আন্দোলনকারী মহাসড়ক অবরোধ করেন। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালাতে থাকেন।
অন্যদিকে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক আন্দোলনকারী গাছের গুঁড়ি ফেলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। একই সময় ভাঙ্গা গোলচত্বরেও বিক্ষোভকারীরা অবস্থান নেন।
রেলপথ অবরোধ:
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিল্লুর রহমান জানান, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুর এলাকায় আটকে দেওয়া হয়েছে। ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৬টায় ছেড়ে সোয়া ৮টায় ভাঙ্গা পৌঁছানোর কথা ছিল। এছাড়াও ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী এলাকায় রেলপথেও অবরোধ সৃষ্টি করেছেন আন্দোলনকারীরা।
আন্দোলনের কারণ:
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, ফরিদপুর-৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদেই এই আন্দোলন চলছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী (প্রকাশ: ৪ সেপ্টেম্বর), আগে ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। অন্যদিকে ফরিদপুর-২ আসনে ছিল নগরকান্দা ও সালথা উপজেলা। নতুন সীমানা অনুযায়ী, ফরিদপুর-৪ এর হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

No comments