শিরোনাম

জাকসু নির্বাচনে ব্যালট হাতে গণনার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

 


চ্যানেল টেন অনলাইনঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। ছাত্রদলের অভিযোগের প্রেক্ষিতে এবার ব্যালট হাতে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ওএমআর মেশিনের মাধ্যমে ব্যালট গণনার সিদ্ধান্ত ছিল। তবে একটি ছাত্র সংগঠন (ছাত্রদল) মেশিনে ভোট গণনা নিয়ে অভিযোগ তোলায় কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এখন ম্যানুয়ালি ব্যালট গণনা করা হবে।’

এর আগে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, ‘নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করেছে একটি প্রতিষ্ঠান, যার মালিক জামায়াতে ইসলামীর নেতা। বিষয়টি জানাজানি হলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করি। পরবর্তীতে প্রশাসন ও নির্বাচন কমিশন চাপের মুখে মেশিনের পরিবর্তে হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়।’

No comments