শিরোনাম

নেপালে থাকা বাংলাদেশিদের ফেরাতে আজ দুটি ফ্লাইট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স


চ্যানেল টেন অনলাইনঃ

নেপালে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে। এই কারণে সেখানে যেসব বাংলাদেশি আটকে পড়েছেন, তাদের বাড়ি ফেরানোর জন্য আজ (বৃহস্পতিবার) দুটি বিমান পাঠানো হচ্ছে।

এই তথ্য নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান জানিয়েছেন। তিনি বলেছেন

,কট ‍িফ্লাইট যাবে বিকেল ৩টা ৫ মিনিটে আরেকটি যাবে বিকেল ৫টা ৪৫ মিনিটে

নেপালে এখন যারা আছেন: ডিফেন্স কলেজের ৫১ জন সদস্যের একটি দল (তারা ঘুরতে গিয়েছিল) প্রায় ৫০ জন বাংলাদেশি সেখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন আর প্রায় ৪০০ বাংলাদেশি পর্যটক এখন নেপালে আছেন

সব মিলিয়ে অনেক বাংলাদেশি এখন নেপালে আটকে পড়েছেন। তাই সরকার তাদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে।



No comments