শিরোনাম

ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল ছাত্রদল

 


বগুড়া প্রতিনিধি
সরকারি আজিজুল হক কলেজে চাঞ্চল্যকর ঘটনা
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম হয়। ছাত্রদলের নেতাকর্মীরা বগুড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদী হাসান বড় বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে কলেজ ক্যাম্পাসে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। ঘটনাস্থলে থাকা মেহেদীর বোন পরিস্থিতি ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীরা থেমে থাকেনি।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে মেহেদী হাসানকে হেফাজতে নেয়। তবে পুলিশ আসার পরও উত্তেজনা থামেনি। পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীরা আবারও মেহেদীর ওপর চড়াও হয় এবং তাকে দ্বিতীয় দফায় মারধর করে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মেহেদীকে ঘটনাস্থল থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, "ছাত্রলীগ নেতাকে বর্তমানে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"


No comments