বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুরে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রহিমাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তরপাড়া গ্রামের বিনয় চন্দ্র দাসের ছেলে বিপ্লব কুমার দাস (৩৫) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের পরশ উল্লাহ সরকারের ছেলে মো. আলতাব হোসেন (৩৯)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে বাসটির সামনের লাগেজ বক্স তল্লাশি করে একটি রেক্সিনের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে লাল পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, “আটক দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

No comments